সবুজের গুরুত্ব যে কতটা-
পৃথিবী আজ তা বুঝিয়েছে-
সবুজকে ভুলে যাওয়া মানে-
প্রাণের স্পন্দন সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া।
পৃথিবীর বুকে ধেয়ে আসুক সবুজ সুনামি-
ধুয়ে মুছে সাফ হয়ে যাক-
যতসব অশুভ বর্ণান্ধ বর্ণচোরার দল।
গ্রামের আঁকাবাঁকা পথ ভরে উঠুক সবুজে সবুজে,
শহরের ইমারত গুলি আবৃত হোক সবুজের আবরণে,
রাজপথের বুক চিরে ছুটতে থাকুক সবুজের দল,
সবুজে সবুজে ছেয়ে যাক নীলাম্বর আসমান।
অশান্ত ধরণীর বুকে ফিরুক নির্মল শীতল সমিরন।
আবারো গড়ে উঠুক পৃথিবীর বুকে চঞ্চল ,উন্মাদনা পূর্ণ স্বপ্নময় বেঁচে থাকার বাতাবরণ।।
ওগো চিরসবুজ-
তুমি আবারো ফিরে এসো এই অশান্ত পৃথিবীর বুকে।
এই বিষে ভরা ,অসহায় পৃথিবীর খোঁজে শুধু তোমাকে।।
তোমার শুভ আগমনে-
প্রতিটি গৃহে জ্বলে উঠুক মঙ্গলদীপ-
ধ্বনিত হোক শঙ্খ ধ্বনি-
গৃহহীন পাখিরা ফিরে আসুক নীড়ে।
বর্তমান হারিয়ে যাক-
তোমার ভরসাময় হাতটি ধরে ভবিষ্যতের ভিড়ে।।
এই পৃথিবীর দায়িত্ব থাকুক-
ক্লোরোফিল চির সবুজের হাতে।
কেবল সবুজই পারে-
বেঁচে থাকার সঞ্জীবনী সুধা অক্সিজেন দিতে।।
🙏🙏🙏(১৭ বৈশাখ ১৪২৮)