আমি অফিস থেকে একমুঠো সময় চুরি করতে চেয়েছিলাম।
আমি আনন্দের শ্রাবনধারায় পেখমতুলে নাচতে চেয়েছিলাম।
আমি কৃপন সময়ের দু-একটা দিনকে উৎসব মুখর করতে চেয়েছিলাম।
আমি জগৎসভায় শেষ্ঠত্বের আসনে দেখতে চেয়েছিলাম।
ওওও চার চার ,,,, ছয়য়য়য়,,,,বলে চিতকার করতে চেয়েছিলাম।
হারানো কহীনূরের বেদনায় বিশ্বকাপবাম লাগাতে চেয়েছিলাম।
আমি দু-শত বছরের শোষোকের গড়ে 'বন্দে মাতরম'-এর বন্যা আনতে চেয়েছিলাম।
আমি কোন এক অনির্বচনীয় আনন্দপবনে পাল তুলে হারিয়ে যেতে চেয়েছিলাম।
আমি রকের রকিদের রাতের দাদাগিরি দেখতে চেয়েছিলাম।
আমি পড়ার মন্দিরের দেবতাকে একটু বেশী ঘুসদিতে চেয়েছিলাম।
আমি শৈশবের তুবড়িদের উন্মাদনায় স্ফুলিঙ্গ দেখতে চেয়েছিলাম।
আমি আসমুদ্র হিমাচলের বুকে আবার ও স্বাধীনতার আনন্দের উন্মাদনা দেখতে চেয়েছিলাম।
চাওয়াগুলো পাইনি ঠিকই-
পেয়েছি অনেক কিছু ,এ কথাটা মানি -জানি,
আসল বিজয়ী সে নয় যে কখনো হারেনি ,
আসল বিজয়ী সে-
যে কখনো হাল ছাড়েনি।
আমরাও ছাড়িনি।
চাওয়া গুলো তোলা থাকলো চারটি বছরের জন্য।
চাওয়াগুলো পাওয়াই হবে আমরা হবো ধন্য।।
আমরা নয় তো নগণ্য।
তোমরাই আসল বিজয়ী --
তোমাদের লাগি আমরা হয়েছি ধন্য।।