কল-মিল কারখানা দাঁড়িয়েছে,
আজ দু'পাশে সারি সারি।
সে মোড়ে বাংলো-ফ্ল্যাটের উঁকি,
লাল-নীল কত না বিলাসী বাড়ি।
... বুক চিঁড়ে ছুটে চলা,
অজস্র নামী দামী গাড়ি।
রোজ স্বপ্নে বুক বেঁধে আসা,
হেঁটে চলা অসংখ্য নরনারী।
পাশেই পুরোনো এক ময়লা স্তূপ,
তারই মাঝে এক কোণে ..
সে এক ছোট্ট তালগাছ।
গলিপথে ভোগ শেষে জন্মানো,
ছুঁড়ে ফেলা তাকে...
সে তো আমাদেরই কাজ।
তবুও আকাশ পানে দু'হাত ছুঁড়ে,
শিশুটি ভাবে..., বড় হবে কবে...
বিলাসীয়ানার এই শহরটাই তার,
ডাস্টবিনে খাবার অফুরন্ত,
বিষাক্ত বাতাস প্রতিদিনকার।
এশহর নিয়ে স্বপ্ন দেখে, ..সে স্বপ্নের রাণী,
শোনায় নি কেউ তাকে,কোন রাজকাহিনী।
একদিন দুপুরে একা বসে চারাগাছ ভাবে...
.
ভাবে না শুধুই...
ছুঁড়ে দিয়েছিল যারা, উচিত শিক্ষা পাবে।
হঠাৎ কে যেন কানে কানে,বলে গেলো কি!
'স্বপ্ন ছাঁড়্ , আগে তো বাঁচ!'
শুনতে সে পায় না, মানবে কেন?
কে আটকাবেই বা তার বাছুরী নাচ।
আর ক'দিন বাদেই তার দিকে
নজর পড়ে এক মাঝবয়সী টং দোকনদারের...
আজ গাভী বটে,
সে থাক...এতেই যে কলঙ্ক রটে।