আপনি যে দেশেরই হোন না কেন,- আপনার সৃষ্ট কোনো কবিতা, লেখা, আঁকা ছবি- কোন নির্দিষ্ট দেশের হয়ে থাকতে পারে না। সাহিত্য,কাব্য, সৃজনশীলতার এটাই স্বভাব। কেউ বেঁধে রাখতে পারে নি।সমাজের ভালো-খারাপ,উচিত-অনুচিত, যুগের সাথে পাল্টে যাওয়া ভালবাসা,মান-অভিমান, ভূত ভবিষ্যত সবটাই ফুটিয়ে তুলতে চান,যারা এজগতে যুক্ত বলে মনে করেন। কেউ একটু ভাল লেখেন, আবার কেউ একটু খারাপ। ভালো খারাপটা কখনোই উনি কতটা কঠিন শব্দ প্রয়োগ করেছেন,কতটা সুর ছন্দ মিলিয়েছেন, তার উপর নির্ভর করেনা। আমি সেটা বিশ্বাস করি না।
যে কবিতা, যে গল্প, যে ছবিটা আমার মনকে দোলা দেয়, আমাকে ভাবায়, সেটাই আমার কাছে শ্রেষ্ঠ। কবি, সাহিত্যিক ও চিত্রকারের নাম পড়ে এরপর সেই সৃষ্টিটাকে উপলব্ধি করতে গেলে, আপনি অজান্তেই মনের কোণে একটা ধারণার জন্ম দিয়ে ফেলবেন।
অপরিচিত মানুষটার সঙ্গে কথা বলুন, জানুন, তাকে ভালবাসুন।পরে না হয় জিজ্ঞেস করুন, আপনার কি নাম?কোন দেশ? কি পরিচয়? হয়ত সেটাই হবে সৃজনশীলতার প্রতি সঠিক মূল্যায়ন।
হয়ত চার বছরের বাচ্চাটাও দু'লাইনে যেটা বলে গেল, আমি বা আপনি দশ লাইনেও সেটা বলতে ব্যর্থ হব।
অনুভূতিটাই যে আসল।