আকাশ যখন... মেঘলা,
স্তব্ধতায় ঢাকা...বাতাস।
অন্ধকারে সেই পথচলা,
আটকে যাওয়া প্রতিটি শ্বাস।
বিষন্নতায় হারানো মন,
রক্ত জমে হচ্ছে কাঠ।
খুঁজতে যাওয়া গুপ্তধন,
চেতনার সেই খালি মাঠ।
চোখের কোণে লাল ছাপ,
ক্লান্তি যখন লজ্জাহীন।
ঠোঁটে জিভ মনে পাপ,
লক্ষ্য যখন কালো দিন।
জয়ের আশায় কন্ঠে বিষ,
নারী হোক, সে হোক পুরুষ...,
হারছ তুমি প্রতিদিন,
হারছ তুমি প্রতিদিন।