২২ টা বছর পেরিয়ে গেল
খোকা মা বৌদির আঁচল ধরে
আর থাকতে রাজি নয়।
তাইতো আজ খোকার বিয়ে
নতুন বৌ আনবে খোকা আজ
মা বৌদির মনে জমা ভয়।
এক হাতের ওপর অন্যের হাত
বাঁধ ভাঙা খুশি উছলায় মনে
পুরুত ঠাকুর মন্ত্র পড়ে জোরে।
ছোট্ট খোকা হয়েছে বড়
চাইবে না আর থাকতে কাছে
বৌদি শুয়ে একা চোখে জল ঝরে।
এক কুল গড়তে এক কুল ভাঙে
দু কুল একসাথে গড়া যায়
এতো পলি নেই গাঙে।
নতুন নতুন সবই ভালো
মরচে পরে সে পুরানো হলে
তারপর সে যে ভাঙে।