পুব আকাশের রঙিন সূর্য
যাবেই যাবে সে পশ্চিমে ঢলে
আকাশ ভরা তারা রা সবাই
তখুনি তো উঠবে জ্বলে।
তোমার রঙে রাঙা হবে যারা
ভুলবে সবাই তোমায়
জ্বলন্ত তোমার সেই রূপ ও যে
ঘুচবে সব এক লহমায়।
ভালোবাসা মায়া মমতা
পৃথিবী তে কিছুই নয়কো আসল
তোমার নয় কেউ ,হবে না
তোমার আমি টুকু যাবে অস্তাচল।
ভুলবে সবাই তোমায় একদিন
কেউ আগে কেউ বা পরে ,
কিলাভ তবে তোমার বলো
এই পৃথিবীর জন্য কিছু করে।
কেউ তো তোমার আপন নয়
এটাই চরম সত্য ,
নিজে বাঁচো নিজেকে বাঁচাও
বাঁচাও তোমার আমিত্ব।
যতদিন তুমি আছো এথায়
থাকো না নিজের মতো ,
যেদিন তুমি থাকবে না আর
না যেন থাকে তোমার ক্ষত।