বেহেস্ত হতে কোন বা পরি
নেমে এলো এই ভূমে ,
আকাশ হতে রামধনু রং
আনলো বুঝি সে এক চুমে।
লাল রং টা ঠোটে দিল কে
হলুদ কে দিল তার গায়ে ,
কালো ছড়াল কেশ জুড়ে তার
সাদা টুকু থাকলো তার পায়ে।
আল্লাহ র করুনায় সে যে আজ
পৃথিবীর এক অপরুপা নারী ,
গড়লো বিধি কেমনে তারে
হলো সে কিভাবে এত সুন্দরী।
কাজলা কালো ডাগর চোখে
বিধি তুমিও হলে কুপোকাত ,
তাই বুঝি এক শরীরে ই তুমি
করলে রঙের বিচ্ছুরণ আঘাত।
তাহার ওই কেশের মাঝে যখন
ঘনায় গহন গভীর অন্ধকার
অপলক নয়নে দেখতে তার রূপ
এক পলক ইচ্ছা হয়না কার ?