চারিপাশে শুনিতেছি নাগ নাগিনীর স্বিস ধনী
চুল্লির আগুন টা ছড়িয়ে পড়েছে শহর জুড়ে ,
কোনটা আমার জন্য সব থেকে ভালো হবে
এক বার আত্মহনন নাকি তিলে তিলে মরে?
নিজেকে নিয়েছি গুটিয়ে শুয়ো পোকার মত
আঁচর খেয়েছি আমি গায়ে লেগে আজ ক্ষত।
চারিপাশে কত রঙিন মানুষ সবে রং মেখে
কে ভালো কে খারাপ বুঝব কেমনে তা দেখে ,
তাই তো আমি হয়েছি নিরব সবার অলক্ষ্যে
একা আমি ভালো কালো চশমা ছাড়া চোক্ষে।
জাগাতে পারিনি তাদের ঘুমিয়ে আছে যারা
কি আর করতে পারতাম একলা হওয়া ছাড়া ?
শয়তানের সাথে না থাকলে বলবে অহংকারী
ভালো কে কোথায় পাব যার আমি দরকারী
আত্মহনন করব নাকি বুকটা ফালি ফালি করে
ছি ! কাপুরুষ নইত কেন ওদের ভয়ে যাব মরে
শয়তানের বল বাড়তে দেওয়া উচিত হবে না
তাহলে আষ্টেপিষ্টে মারবে ওরা আমায় ছাড়বে না।
আসলে আমি জানিনা দেব না দৈত্য কার ছেলে ?
কার পাপে এ দশা আমার কে গেছে আমায় ফেলে
নইকো জাঠ -কালাপাহাড় , আমি নই দেব বুদ্ধ
তাহলে কে আমি ? কিসের জন্য এ জীবন যুদ্ধ।
লাল ফুল ভালো নাকি সনুজ , নাকি সূর্যের আভা
সবাই যখন সম্মুখে আমার আগ্নেয়গিরির লাভা।