দিন ফুরালো সন্ধ্যা হলো সূর্য গেল পাটে ,
সময় হলো বাজার ছাড়ার মন তবু তোর হাটে।
বেচা কেনা সাঙ্গ হলো এবার হিসাবের পালা
কত মানুষ দেখলি তুই এবার ঘরে যা একেলা।
জানতিস তুই দিনের ফুল দিনেই হবি ই শেষ
তাহলে মন কিসের তরে তোর এ হিসেব নিকেশ ,
কারো বা মন ভাঙলি তুই কাউকে করলি আকর্ষণ
খেলা শেষ ,এখন চলছে তোর উপরে ফুল বর্ষণ।
হারলে পাবি ফুলের মালা জিতলেও ফুলের মালা
ইচ্ছা অনিচ্ছাতে তোকে খেলতে হবে এই খেলা ,
তারপর তুই হারিয়ে যাবি সবার চোখের অলক্ষ্যে
কেউ যাবে না কোনদিন তোর অন্ধকার কক্ষে।
দিনের শেষে রাতের দেশে যাবে না কেউ সাথে
সারাদিনের মায়া মমতা দেবে না হাত তোর হাতে ,
তাহলে মন কিসের জন্য সারাদিন এ দর কষাকষি
কিছুই যখন পাবি না তুই বন্ধ কর এ রেষারেষি।
খুঁজে নে তুই আলোর রেখা রাত পেরোনোর জন্য
যেমন শিশুর সহায় মাতৃ কোড় নেইকো রাস্তা অন্য ,
ভালবাস মন জগত্টাকে মন টাকে কর পাপ শুন্য
তবেই জীবন সার্থক তোর , হাটে আসা তোর ধন্য।