রাতের আকাশের তারার আলোয়
জন্মি আমি বেল ফুল ,
দিনের আলোতে কন্যার খোঁপায়
আলোকিত করি কন্যার চুল।
যখন কেউ থাকেনা আঁধার রাতে
তারারা মিটি মিটি জ্বলে ,
চোখ মেললেই বন্ধু হয় ওরাই
হয়তো আমি ওদের মত বলে।
ভোরের বেলায় জোনাকি যখন
দেয়না আলো আর ,
ভরা যৌবনে মদ মত্ত হয়ে তখন
আমি ছড়াই সুগন্ধ আমার।
পারব না হতে আমি সূর্যের মত
হতে পারি ছোট্ট জোনাকি ,
এই অল্প সময়ের ছোট্ট জীবনে
সুগন্ধ দিতে করিনা ফাকি।
বৃন্ত থেকে আমায় টানলে তুলে
ফেললে মেরে আমায় ,
এ সৌভাগ্য কজনের বা হয়
তোমার সাথে যাই চিতায়।
আবার কখনো মরেও আমি
হই তোমার খোঁপার মালা ,
সারাটা জীবন তোমায় দিয়েও
শেষে আমি একলা।
মনে আমার কষ্ট হয় তখন
যখন বাসী বলে ছুড়ে ফেল ,
একটি বার দেখো না ভেবে
এ জীবন তোমার তরেই গেল।