পেয়েছি তোমায় মাতৃ রূপে
রেখেছ তোমার গর্ভে ,
জড়িয়েছি তোমার আঁচল পাশে
শান্তি পেয়েছি তোমার রবে।
প্রথম দিনের প্রথম ক্ষণে
নিয়েছ কোলে তুলে ,
সহ্য করেছ কত যাতনা
গিয়েছ দুঃক্ষ ভুলে ।
প্রতিদিন আমার খাওয়ার টেবিলে
দিয়েছিস খাওয়ার বেড়ে ,
ছোট্ট বোন টি থেকেছিস পাশে
নিয়েছিস মন কেড়ে।
সারাদিন কত ঝগড়া ঝাটি
কত খুন সুটি ,কত অভিমান ,
যেদিন গেলি অন্যের ঘরে
বাড়িটা করে সুনসান।
বোন টি আমার তোর কত কথা
সারাদিন পড়ে মনে ,
তোর কত স্মৃতি ভেসে ওঠে
অভাগা ভাইয়ের মনে।
বড় হয়ে আমি চাকরি পেলাম
করলাম আমি বিয়ে ,
নারী তুমি এলে হাত ধরে মোর
সব কিছু জলাঞ্জলি দিয়ে।
আজ তুমি মোর অর্ধাঙ্গিনী
আমার পথের সাথী ,
আমার সুখেই তুমি সুখী হও
আমার দুঃখে তোমার রাতি।
একদিন তুই এলি ঘরে মোর
আমার সোনা মা হয়ে ,
শিখলি হাটা হাতে হাত দিয়ে
খেলতিস আমায় নিয়ে।
অফিসের পর বাড়ি ফিরে আমি
তোর ই টাট্টু ঘোড়া ,
আমার ঘরের চাঁদ যে তুই মা
চলে না তোকে ছাড়া।
আজ মার্চের ৮ তারিখে
নারীদিবসের দিনে ,
মা বোন স্ত্রী কন্যার কাছে
বাঁধা হয়ে গেছি ঋণে।
আকাশ পাতাল স্বর্গ মর্তে
অর্ধেক জুড়ে রয়েছে নারী ,
আজকের দিনে তোমাদের কথা
মনে না করে কি থাকতে পারি ?
জন্ম থেকে মৃত্যু অবধি
নারী তো সঙ্গের সাথী ,
আমায় জড়িয়ে রয়েছে মা বোন
সহ ধর্মিনি ও পুত্রী।