কোন দেশে তে ঘর তোর ?
রাঙ্গা মাটির দেশে।
পলাশ যেথায় ভূমিতে লুটায়
লাল মাটিতে মিশে।

রাঙা পায়ে চললি কোথায় ?
মহুয়ায় মত্ত হয়ে ।
শাল বনের ভিতর দিয়ে ,
ও সাঁওতাল মেয়ে।

টুকরো পোশাক পরনেতে
তোর সাথে ও কে ?
বক্ষ মাঝে জড়িয়ে তোরে ,
চলছে পায়ে পায়ে।

হাতেতে  তার বাঁশী খানা
ওই বুঝি তোর স্বামী ,
তোর খোপার ওই পলাশ নিয়ে
করছে সে পাগলামি।

বসন্তে এই শালবনে তে
খেলবি বুঝি হোলি ,
মরদ টা কে নিয়ে সাথে
সব ছেড়ে তাই এলি।

লাল সাদা ওই শাড়ি টা তে
লাগছে তোকে ভালো ,
ওই না দেখে নাগর যে তোর
প্রেমে মত্ত হলো।

ডাগর ডাগর চোখ দুটিতে
কি বা মায়া আছে ?
তাই না দেখে  যুবকেরা
ঘোরে রে তোর পিছে।

তোর খোঁপাতে পলাশ দেব
ও কাজলা মেয়ে ।
আমায় নিয়ে পালিয়ে যাবি
রাঙ্গা মাটিতে।

থাকব সেথায়  দুজনেতে
ছোট্ট কুঁড়ে ঘর ।
কৃষ্ণ চূড়া রোজ যেথায়
পুস্প বৃষ্টি করে।

গড়ে দেব কাঠের দোলা
সাজাব ফুল দিয়ে ।
আমায় তুই করবি আদর
ও সাঁওতাল মেয়ে।

তোর প্রেমেতে পাগল আমি
বলিস না তোর স্বামী রে ,
সাবধানেতে মিলব দুজন
পিয়াল নদীর পাড়ে।