জীবনে কত কিছুই করার ছিল
কিন্তু কিছুই করা হলো না
শরতের সকালে ঝরে পড়া শিউলি
কুড়ানোর কথা ছিল
কিন্তু হলো না , শিউলি কুড়ানো
মৃদুমন্দ বাতাসের দোলায়
দোল খাওয়া ধানের শীষ গুলি
ডাকে প্রতিনিয়ত মাথা দুলিয়ে
কিন্তু হলো না আমার
একদিন সকালে দেখা করা।
জীবনে কত কিছুই করার ছিল
কিন্তু কিছুই যে করা হলো না
প্রতিদিন এক খানা কবিতা
হয়তো আমার লেখার কথা
কিন্তু তা হলো না আমার
জীবন থেকে হারিয়ে গেলো শুধু
পঁচিশ টা বছর,পঁচিশ শীত - বসন্ত
এইভাবে কেটে যাবে
সময় শুধু সাক্ষী থাকবে আমার
......কিন্তু কিছুই করা হবে না।