কলস কাঁখে তুমি কন্যা
চল নদীর কূলে
দখিনা পবনে কন্যা তোমার
শাড়ির আঁচল দুলে
যৌবনের ফোটা কুড়ি
তোমার শরীর যেন
ওই না রূপে মারলাম আমি
বোঝো না যে কেন ?
রূপের ভারে এলায় শরীর
তাহে মাটির কলসখানি
হরিণ শিশু হইলে কন্যা
আঁচল ধরতাম টানি
এতো আঁধার কোথায় ছিল
তোমার কালো কেশে
রূপের ঝলকানি দাও না
কন্যা আমার বক্ষদেশে।
মধুকর হইয়া আমি যে
ঘুরি তোমার পিছে
প্রস্ফুটিত যৌবন তোমার
হারাও কেন মিছে
কোন বা দোষে অপরাধী
পাই না তোমায় কাছে
বল বল বল কন্যা কদিন
আর ঘুরব পাছে পাছে।
নদীর ঘাটে কলস ভর
হাওয়ায় কলস দুলে
সেই না ঢেউয়ে দেখো কন্যা
হৃদয় আমার দুলে
হংস যুগল খেলা করে
নদীর জলেতে
নদীর জলে কারে দেখো কন্যা
ঠাঁই কার চোরা মনেতে।