নিঠুর কিষান যদি তুমি
না বুঝিলে রাধার অন্তর
কেন তবে রচিলা মায়া
করিলে কেন তন্তর মন্তর।
অভাগিনী রাধার পোড়ে হিয়া
দোষী সে তোমায় ভালোবেসে
তারে যদি না দেবে ধরা
বাদল মেঘে কেন আসো ভেসে ?
ত্যাগিয়া আপন স্বামী সংসার
পুড়ায়েছে রাধা নিজের বুক
মন উচাটন ,আঁখি জলে ভার
কেশ গড়িয়ে খোঁপায় জমে দুখ।
পুরুষ তুমি ব্রোমোর হইয়া
ঘুরিয়া বেড়াও ফুলে ফুলে
কানু বিরহে পোড়া কপালির
অন্তর উঠে ব্যাথায় দুলে।
তোমারে করিয়া স্থাপনা বুকে
কলঙ্কিনী হইয়া ঘোরে রাধা
জোয়ারেতে এসো পুরুষ কৃষ্ণ
কেমনে ভাটি কাটাবে রাধা ?