আজকের গল্পের নায়ক যদি হয় বিপ্লব
নায়িকা ইভা তুমি হবেই। তারপর
পশ্চিমবঙ্গে আমার বাস পূর্ব বঙ্গে বাস
তোমার , দুইপারে দুটি দ্বীপ তীরে পদ্মার
আমি হিন্দু তুমি মুসলিম এই ভেদ ছিল
কার সৃষ্টি ?ভালোবাসায় বিভেদ রেখার ?
সালটা দু হাজার এগারো থেকে পনেরো
বাড়ছে বয়স পাত্রের বয়স হচ্ছে কনের ও
কেউ কাউকে দেখেনি সম্বল শুধু ফেসবুক
একে অন্যের জন্য তবু কেঁদে ভাষায় বুক।
এরপর এলো সেই দিন দুজনের সিদ্ধান্তে
দুহাজার চোদ্দ ২৭ এ সেপ্টেম্বর বিয়ে
অনলাইনে পাঠানো শাঁখা সিঁদুর শাড়ি
পেয়ে হাসি গড়ায় রাঙা মেয়ের মুখ দিয়ে
তখন ও আসেনি ফেসবুক সবার হাতে
কেউ মাথা ঘামায়নি এই পাগলামি নিয়ে।
সবার অলক্ষ্যে মেয়ের মাথায় সিঁদুর
জানে না এই বোকা পৃথিবীর কেউ
সেই তো জানে যে করেছে এই বিয়ে
যার বুকে নিয়ত পদ্মা জাগায় ঢেউ।
চায়নি তারা জানুক কেউ এই প্রেমকাহিনী
আগে কেউ শুনেছ অনলাইনে হয় বিয়ে
ফেসবুক সেজেছে আজ নতুন সাজে
ছেলেটার হারিয়েছে ভালোবাসার সেই মেয়ে
সব ভেঙে গেছে আজ তার , ফেসবুক তো
ভুলেছে তাকে শুধু কিছু সময় গিয়েছে বয়ে।
আজ ও আছে ফেসবুক আছে অনেকে
শুধু নেই পাশে সেই ছেলের মনে সাহস
যোগাতো যে , পাহাড় ভাঙার ,সমাজ
ভাঙার সাহস আজ কোথায় পাবে সে ?