শরতের সকালের ঝরে পড়া
বাসি শিউলি ফুলের মতো
ঝরে পরে একরাশ স্বপ্ন
যে জন্মেছিলো এক নতুন উদ্যমে।
যার ইচ্ছা ছিল অনেক কিছু
কত কিছু করার ছিল তার
কি বা করতে পারলো অভাগা
পৃথিবীর নিয়মে ঘনালো সময়
অসময়ে তার , ঘর হারাবার।
মন থেকে মুছে গেলো স্বপ্ন
আবার সেই শুধু ঘোর অন্ধকার
নতুন স্বপ্নে বিভোর ছিল যে
কি দরকার স্বপ্ন তাকে ছাড়বার।
কত মানুষের হাসি ঠাট্টা
দেখি কত রঙিন বক্র চাহনি
তবু ও দেখি কত রঙিন সব স্বপ্ন
স্বপ্ন পুরাতে সই যে কত অবহেলা
সে স্বপ্ন টুটে গেলে রই কেমনে একেলা।