আরে আরে হুর হুর
উঠানে মেলানো ধান ছড়ায় কাবা
হুঁকা হাতে বারান্দাতে
চিৎকার করে মদনার বাবা।
মদনা বইসা উঠানেতে
বাঁশ চাইচ্যা ঠিক করছিলো
বক ধরা ফাঁদ করবে সে
মারবে মাঠের সব কুঁচ বক গুলো।
মায়ে বাইরৈয়া জিজ্ঞাসে বাপে
কানের ধরে খালি চেঁচাও ক্যান
মদিনার বাপে গর্জে উঠে
বউ বলি একি তোর বাপের বাড়ির ধান।
অনেক হইছে যাও
কলে গিয়া কুইটা আন ধান
একদিন বাদে নববর্ষ
আজ উঠানে কাবায় করে গান।
আচ্ছা কিপ্টা লোক বাপু
খা খা করা কাক গুলি মা তাড়ায়
মদনার বাবা গর্জে বলে
ওই ধান গুলান কি তোর বাপোয় দেয়।
কষ্ট কইরা ধান তুলি
একটা দিন পুরাতে শখ আহ্লাদ
ধান গুলা সব কাবায় খাইলো
তোরা কি পেটে দিবি খালি হাত ?
ধইরা ক্যান দিমু দুটোয়
ওই ছিলা কঞ্চির দু চার টা ঘা
থাউক নববর্ষ টা যাউক
মদনারে লইয়া পালায় মদনার মা।
মদনার বড় আশা ছিল
নববর্ষে এবার খাবে পাখির মাংস
শালার বাপের জ্বালায় তা হলনা
মনে মনে ভাবে সে কবে হবে সব ধ্বংস ?
কাবা - কাক ,
বাপোয় - বাবা য় ,
কলে - মেশিনে ,
কুইটা - কুটিয়ে আনা বা ভাঙিয়ে আনা