আঘাতে আঘাতে  জর্জরিত পাতা
   নেই যার কোথাও ঠাঁই
বোঁটার রস গেছে যে শুকিয়ে
   গাছ  পাতা আজ বিচ্ছিন্ন তাই ।।

কি দিয়েছে কি ই  বা পেল
  তার কি কোনো হিসাব নাই
কে দেবে বৃষ্টি , জোগাতে রস টুকু
নেই কারো মাথাব্যথা , নেই হৈচৈ।
  
  যে জন আছে মাথার ওপর
সকলের যে জন ভরসা
         ভাঙা  হৃদয় জুড়তে তুমি
বুকে আনো জলের বর্ষা।।

কচি কচি ফুল গুলো যে অনাথ
হয়ে , পাতা বিনা  সবে আজ মা হারা
গাছ কিভাবে বাঁচাবে নরম দেহ  
মেয়ের  আবার কিভাবে এক হবে তারা ।।