বেশ কয়েকদিন হয়তো কয়েক মাস
রোজ প্রতিমুহূর্তে কাগজের পাতা ছিড়ছি
কবিতা লেখার ব্যর্থ চেষ্টা আর ছেঁড়া পাতা
এর মধ্যে আমি আটকে রয়েছি
বেশ কয়েকদিন হয়তো কয়েকমাস
পারিপার্শিক অবস্থা মানিয়ে নিতে পারছি না। .
একটি কবিতা খুব মনে পড়ছে বারংবার
কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তীর একটি কবিতা
সবাই দেখছে যে ,রাজা উলঙ্গ ,তবুও
সবাই হাততালি দিচ্ছে।
সবাই চেঁচিয়ে বলেছে :শাবাস !শাবাস !
কারও মনে সংস্কার ,কারও ভয় :
কেউবা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে ,
আর আমি বুদ্ধি থাকা সত্ত্বেও বিবেকের তাড়নায়
মরছি রোজ ,প্রতিমুহূর্ত , প্রতিনিয়ত ,
তাই আজ আর জন্ম দিতে পারছি না
আর এক সন্তান , আর একটি কবিতা
তাই হয়তো নীরেন্দ্র নাথের কবিতার সেই ছোট্ট শিশুকে
আজ ও খুঁজছি মনের মনিকোঠায়
যে নির্ভয়ে উলঙ্গ রাজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে
রাজা তোর কাপড় কোথায় ?
বিঃদ্র :-
কবিতায় ব্যবহৃত তৃতীয় স্তবকের পাঁচ খানি লাইন কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তীর "উলঙ্গ রাজা " কবিতা থেকে গৃহীত।