অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়
কথায় আছে এই এক সত্য প্রবচন
বাস্প আকারে জল হয়ে পুঞ্জীভূত মেঘ
বৃষ্টি রূপে ঝরে পড়ে ,পৃথিবী পায় দর্শন
চোখের জল ঝরে যখন যায় সে কোথায় ?
আঘাত পেয়ে ভাঙলে মন চোখে জল ঝরে
সেও কি সাগরের জলে মিশে বৃষ্টি হয়ে পড়ে।
আঘাতে আঘাতে ভাঙলে মন বুকের ভিতরে
এক বিন্দু অশ্রু চোখের কোন বেয়ে ঝরে পড়ে
কে বোঝে তার মূল্য ? জানে কে তার কথা
নাকি মেঘ হয়ে ফেরে সাথে নিয়ে সেই বারতা
জল হয়ে ঝরে পরে আকাশের দু চোখ বেয়ে
মুখ লুকাতে মাটির বুকে আমার ব্যাথা নিয়ে।
পৃথিবীর ব্যাথা জানাতে কি এই বৃষ্টি ঝরে পড়ে ??