সময়ের সাথে পরিবর্তিত হতে হতে
অনেক প্রাণীই আজ বিলুপ্ত ,
আজ যারা নিজেকে বদলে নিয়েছে
তাদের মধ্যে চেতনা টুকু সুপ্ত।
মানুষ নামের ওই বৃহদ প্রাণী যারা
তোমার মানসিকতা কেন লুপ্ত ?
নাগ নাগিনী বিশ্বাসে ঢালে বিষ
মানবিকতা রয়েছো কোথায় গুপ্ত ?
প্রেমে বিষ, ভালোবাসায় বিষ ,বিষ সন্ত্রাসে
মনে বিষ ,মুখে বিষ , বিষ যে চারিপাশে।
রাজ্যে বিষ ,রাজধানীতে বিষ , বিষ রাজনীতিতে
ঢালাও বিষ সাগর জলে ,পাহাড় আর ধরিত্রীতে।
আকাশে বিষ ,বাতাসে বিষ ,বিষ নেই কোথায় ?
সুযোগ পেলে দেহ ছেড়ে বেরিয়ে আসে কথায়।
ভাগ হয় প্রতি মুহূর্তে বদলায় মানুষ নিজেকে
অবিশ্বাস্য একবার না হয় পরখ কর দেখে ,
খাবারের সন্ধানে লকলকে জিহবা যে যায়
বিষ শুধু বিষ পাবে বাসুকি নাগের ঝাঁকায়।