কিংকর্তব্যবিমূড় লাল সূর্য টা তখন ও ডোবেনি
প্রদীপের সলতে টায় ধুক ধুক করা লেলিহান শিখার মত
জ্বলছে , তার ক্ষীণ লাল আভাটুকু মেলে ধরে
হয়তো সবুজ আর হলুদ রঙের দ্বন্দ্ব দেখবে বলে
কিন্তু কি লাভ সবুজের সাথে হলুদ হোক
বা হলুদের সাথে সবুজ
যেভাবে মিশুক না কেন , রং তো একটাই পাব
কালো রং , যা কিনা সবার চেয়ে উঁচুতে
সব চেয়ে বড় , এই দেখার জন্য লালের অপেক্ষা
বোকা সবাই বোকা , জানে কালোর ক্ষমতা
জানে না কালো দিয়েই সৃষ্টি সবকিছু
কেউ দেখুক বা নাই দেখুক ,তাতে কি এসে যায় ?