হঠাৎ যেদিন তোমায় আমি প্রথম দেখেছিলাম
সেই ক্ষণ সেই মুখ শুধু মনে ওঠে বারে বারে
সেদিন যেন আকাশের চাঁদ এসেছিল আমার দুয়ারে
আবার সরে গেলো দূরে দূরে যখনই ধরতে চাইলাম।
তোমার ওই চাঁদ মুখ আমি পারিনা কিছুতেই ভুলিতে
তোমার হাসি তে ছড়ায় বানভাসি চাঁদের আলো
তুমি কি জানো চাঁদ আমি তোমায় কত বাসি ভালো
আঁকি যে তোমার কত ছবি আমার মনে, রং তুলিতে।
হরিণী চোখে একবার তাকালে যেদিন আমার পানে
দেখেছি তোমার চলার ছন্দ,যেন আঁকাবাঁকা এক নদী
আমায় কেন ভাসাও না ভালোবাসার দুকূল প্লাবনে
ডুবতে আমি রাজি ওহে অপ্সরা হাত ধরে তোলো যদি।
গর্ব অহংকার সব দিয়েছি ফেলে নিঃস্ব যে রাজার হাত
তাই কাঙালীর বেশে দাঁড়িয়ে তোমার পাওয়ার আশে
তালাবন্ধ ভাগ্য কে দেবে জাদুচাবি ফেরাতে বরাত
তবুও চোখে রঙিন স্বপ্ন তুমি যে রয়েছো আমার পাশে ।