জানিনা কখন তোমার চরণ
পড়বে ঘরের দুয়ারে
আলেয়ার আলো তোমার বিচরণ
আমার হৃদয় জুড়ে।
তোমারি ভাবনায় মগ্ন যে আমি
দাও ঠাঁই তোমার চরণে
ভালোবাসায় ভরেছে যে প্রাণ
ডরায় কি সে কভু নিছক মরণে।
আজ নয় কাল মিলবো দুজনে
সে সত্য আমি জানি
তোমার বুকেও কি হয় তোলপাড়
ভালোবাসা করে কানাকানি।
তুমিতো জানো না , চেনোনা আমায়
গড়া নয় ঘর ভালোবাসার ভীতে
লোকলজ্জার ভয় পাইনা কো আমি আর
ভালোবাসা তবু কেন কাঁদে নিভৃতে ?
আলেয়ার আলো থেকো নাকো তুমি
চোখের কাজল মুছে ফেল
তোমায় বাঁধিতে আমার বাহুডোরে
কত রজনী যে মোর বৃথা গেলো।