আজ রোববার সকলের ছুটির দিন -
আকাশ টা আজ ছুটি নিয়ে ভেসে যেতে চায়
দূর থেকে দূরে , অনেক দূরে। গাছের পাতা ও
গাছের থেকে ছুটি নিয়ে মাটিতে গড়িয়ে পড়ে
সেও বাতাসে ভেসে চলে মনের খেয়ালে উড়ে উড়ে।
আজ তো রোববার সকলের ছুটির দিন -
সারা সপ্তাহের রাশীকৃত নিরাশা আর হতাশা গুলি
ছুড়ে ফেলতে ইচ্ছা করে , দূরে অনেক দূরে
যেমন ভাবে আমরা ফেলে দেই জামায় লেগে থাকা
গোটা সপ্তাহের ঘামের গন্ধ , একটু সাবান দিয়ে
সব কিছু আবার নতুন ভাবে সাজাই ভেঙে চুরে।
আজ রোববার সকলের ছুটির দিন -
ভোজন রসিক বাঙালি খাবারের থালা সাজায়
কেউ মুরগি , কেউ কামড় দেয় কচি পাঠায়
মেনি ও তো বাঙালি তার ও বুঝি রাগ হয়
প্রতিদিন কামড় দিতে সস্তা কোন মাছের কাঁটায়।
আজ রোববার সকলের ছুটির দিন -
মেনি ও ছুটি নিয়েছে আমার কাছ থেকে
হয়তো এক টুকরো মুরগি মাংস খেতে সে চায়
তাইতো তাকে আজ পাইনি তার নিজের জায়গায়
প্রতিদিন মাছের কাঁটা খেতে কার বা মন চায় ?
তাইতো মেনি প্রতি রোববার এভাবে আমায় কাঁদায় ।
আজ রোববার সকলের ছুটির দিন -
মেনি কোথাও থেকে হয়তো খেয়ে এসেছে খাবার
তাইতো তো আমায় দেখে আজ তার মুখ ভার
দিতে পারিনা ভালো খাবার কিসের তবে অধিকার
ও না থাকলে কষ্ট পাই , তা বুঝে ওর কি দরকার ???