ভালোবাসার খোঁজে
বিপ্লব দাস
আমি চেয়েছিলাম ভালোবাসাও
সহজ বৃষ্টির মত ঝরে পড়ুক সর্বক্ষণ ।
তবে আমাদের মনগুলো বহুমাত্রিক রাস্তার মত ।
সহজ বলে জন্মগত কোন কোমল কার্পাসের মতো বেড়ে ওঠা জীবন নয়,
সর্বক্ষণ জটিলতায় জর্জরিত।
এই যে ভালোবাসা ভালো নেই ।
তবুও সর্বদা ভালোবাসতে ইচ্ছে করে,
ফিরে যেন না যায় সে ,
ভয়ে ভয়ে রেখে দিই করতলে সযত্নে।
বলো...
ঈশ্বর কি আসে সহজ ভাবে আমাদের সম্মুখে?
ভালো নেই
কিছু ভালো নেই এই ভবে...
শুধু বিপর্যস্ত বিভাজনের তান্ডব ।
ভালোবাসা ঐ আকাশের মত যা ছোঁবো ছোঁবো অভাব। মাইলের পর মাইল আকাশ তো সরে যায়।
তবুও তুমি বলেছিলে– দেখো
আকাশ আর অতটা দূরে নয়, তবুও আমি আজও ছুঁতে পারিনি ।
জীবন কোনো সহজ না
যা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তা খুন করে পেতে হয় ,
বা খুনী হয়ে নিজেকেই অবসর নিতে হয়।।
রচনা–বিপ্লব দাস
তাং–১৯/১০/২০২২