তোমার চিবুকে.... ই
বিপ্লব দাস
তোমার চিবুকেই যেন সেই সুপরিচিত সাঁঝবাতি ।
যা আর কোথাও দেখি না আমি ।
চারিদিকে শুধু ভুয়ো আলোর যন্ত্রণা,
এই বন্ধুত্ববিহীন শহরে কিংবা মায়াহীন মানুষের নেই সেই প্রাচীন শুভ্রতা,
মানুষের মধ্যে চলছে বেমালুম ধ্বংসের যজ্ঞে ছুঁড়ে ফেলে দেওয়ার
প্রতিযোগিতা।
যারা সত্যিই মানুষের মত মানুষ ,
তারা জরাজীর্ণ,
কাঁপছে নির্মম কষ্টে, কাঁদছে এই শীত শহরে,
তবুও কেউ যায় না তাদের তল্লাটে।
শুধু বাঁকা রঙের বেলুন উড়ছে বেসামাল ভাবে।
মানুষের মনটা কি আদতে মেঘের মত শুভ্রতা পাবে?
কিংবা আগামী প্রজন্মের খড়ি মাটি?
জানিনা, জানা নেই কিছুই;
তবে মন মিছিলের প্রশ্নে একটি একবিন্দু আলো ,
যা তোমার চোখেই দেখেছিলাম।
বারংবার তোমার সুবাসিত জীবন তল্লাটে আমি নতজানু হই,
আর কি ভাবে মনুষ্যহীন মানুষের থেকে নিরুত্তর হাসি দিয়ে বেরিয়ে যেতে হয় ,
শিখে যাই যত্নাক্ষরে তোমার কাছে।
কারণ এই নরক শহরে বারংবার ভালোবাসা দিতে গিয়ে,
অনন্ত বেদনা পেতে হয়,
অনন্ত বিষাদ পেতে হয়,
অনন্ত কালো রাত্রি পেতে হয়,
এমন কি
একমুঠো মৃত স্মৃতির সঙ্গে সহবাস করতে হয়,
চাই না উদ্বাস্তু গোধূলির কোটরে বিভীষিকাময় জীবন,
বা শ্বাসকষ্টের জীবন সাম্রাজ্য।
তোমার চিবুকেই যেন সে ই পরিচিত সাঁঝবাতি,
যেন আজন্ম পঞ্চফুলের সুরভী,
যার কোনো প্রস্থান নেই,
আর সেখানেই লেখা আছে আমার প্রথম ও শেষ
ভালো থাকার, বেঁচে থাকার প্রেসক্রিপশন।
রচনা –বিপ্লব দাস
তাং–২১/০১/২০২৪