"তবুও ভাঙো"
       বিপ্লব দাস

ভাঙো,
আমাকে অযত্নেই ভাঙো,
তবুও ভাঙো।
আমার ছোট্ট জীবন চড়ুই নিয়ে চাপা আছি সংসার পাহাড়ে।
নিজেকে দেখার মত সামান্য ফুরসৎ নেই,
ফুড়ুত পাখি হয়ে আকাশ দেখার মত্ততা নেই,
অসম্ভব নিপুণতায় ধুলো, শুকনো পাতা  পড়ে আছে মনের আস্তরণে।
অন্ধকারে নিঃশব্দ বাউলের সুর,
ভেসে যায় না শহুরে মানুষের সম্মুখে,
অজানা  কুয়াশায় ঘুমিয়ে আছে সবাই।
কেউ জানে না আমার বিষন্ন জীবন,
আস্ত এক প্রখর মায়া হাঁটু মুড়ে জাগে শতাব্দী  ধরে ,
দরজা খুলে চলে যাবার একবিন্দু কোনো শব্দ নেই।

অপেক্ষারত 'আমি'কে ভালো লাগে না এর  ক্যানভাস পেরিয়ে,
এলোমেলো জল,ঝড়ের বাতাস ভিজিয়ে দি ক আমাকে।

আমার ধূসর হাসি, নৈঃশব্দ,শূন্যতা মন খারাপের ডাইরি, অবিকল আমার মত আমাকে
অযত্নেই ভাঙো
তবুও ভাঙো,
দুর্ঘটনা বলে কিছু মানুষ চিৎকার দিয়ে উঠুক,
প্রাণপণে ছুটে আসুক,

অন্তত একটি বিজ্ঞপ্তি লেখা হোক আমার নামে।।

রচনা –বিপ্লব দাস
তাং –৪/১২/২০২৫