+ সূত্র
বিপ্লব দাস
কাছের মানুষটাও কাঁচের মত গুড়ো হয়ে যায়
শহরের বুকে।
আমি জংলা ঝোপঝাড় হয়ে
শুধু যন্ত্রণা উপভোগ করছি।
জানালার ধারে নীরব চাঁদ আমার দর্শক।
আমার অসমাপ্ত বিরহ গান শুনে চাঁদ লুকোয় মেঘের আড়ালে ।
আমি শুধু তোমাকে পাবার জন্য অপেক্ষার সারিতে দাঁড়াই।
তুমি কি বলবে তোমার মন খারাপ হয় ?
এই মহাকাল জানতে চায় সত্যটুকু,
অতীত বাগিচায় ঢেলে দিয়েছিলে প্রেমের সুঘ্রাণ,
আজ মনে হয় মারণাস্ত্র নিক্ষেপ করেছো আমার দিকে।
আমি তুচ্ছ অতি তুচ্ছ নগণ্য একটা নুড়ি,
এসেছিলাম তোমার প্রেমের আয়ুতে ভিজতে ।
এটুকুই তো সহজ ভাবে বলতে চেয়েছিলাম ।
তুমি বোঝোনি...
তুমি বোঝোনি আমার না ঘুমানোর দুচোখের তলায় কালির দাগ,
তুমি বোঝোনি বাড়ি ফেরার পর তুমি ছাড়া আমি একা বড্ড একা,
তুমি বোঝোনি তোমার কণ্ঠস্বরের জন্য কতটা উন্মাদ।
যদি বুঝতে প্রতিটি দিনের দিন হতো আমাদের জন্মদিন।
এই রাতদিনও তোমার কাছে কম মনে হতো ভালোবাসা কুড়াতে,
তবে কখনোই আমার হৃদয় থেকে হতো না মন খারাপের জারি।
সত্যি বলবে তোমার কি মন খারাপ হয় ?
যদি হয় ভালোবাসাসহ ভালবাসার পরশটুকু আগন্তুক করে বারংবার আমার কাছে ফিরিয়ে দিতে।
কাছের মানুষটাও কাঁচের মত গুড়ো হয়ে যায়
শহরের বুকে
সেসব গুঁড়ো কাঁচে স্নান করি নিত্য
+ সূত্র মেলাতে।
রচনা–বিপ্লব দাস
১৪/০১/২০২৩