"শ্যামা মা" তোমাকে
বিপ্লব দাস
শ্যামা মা, তোমাকে জানাই,
আমার এক আকাশ যন্ত্রণার পাণ্ডুলিপি।
এই সমাজ,এই শহর ভরে গেছে মুখোশধারী মানুষের ভিড়ে।
এখানে মায়া, মমতা, সৌহার্দ্য,ভালোবাসার চিহ্নমাত্র নেই।
উৎসব সেজে উঠেছে রঙিন ঝাড়বাতির আলোতে,
এ ভিমড়ি খাওয়া খুশিতে আমরা সকলেই ডগমগ,
নেই বিন্দুমাত্র প্রতিবাদের ছায়া,
কারো চোখে বলবার মত সত্যআগুন,
আঁধার থেকে আঁধারের গুপ্ত গহ্বরে ডুবে যাচ্ছে নারী সমাজ, লাওয়ারিস শিশু...
কিছু ক্যাকটাস, শকুনের তান্ডবে।
আমরা কি পারি না শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে?
রুখে দাঁড়াতে?
সত্যিই পারি না,
শুধু মাতৃগর্ভ থেকে নাড়ী ছিঁড়ে এসেছি এই পৃথিবীতে।
যার মান,হুস বলে কিছু নেই
ব্যর্থ মনে হয় এ মানব জনম..
শ্যামা মা, তোমাকে জেগে উঠতেই হবে,
গ্যাস বেলুনের মত উড়িয়ে দিতে হবে মানুষের ভেতরে থাকা ভয়ংকর জীবাণু...
দিতে হবে শুভ বুদ্ধি, শুভ চিন্তা..
তোমার আসন্ন আরাধনায় ঘুচে যাবে জগতের সমস্ত কালো অন্ধকার,
তবেই নব জাগরণের সাক্ষ্য হবো আমরা।
রচনা–বিপ্লব দাস
তাং –২৮/১০/২০২৪