" রৌদ্রলীনা"
          বিপ্লব দাস

রৌদ্রলীনা তুমি বুঝি ছেড়ে যাবে আমায়!
বিগত দিনের যে জলসায় মেতেছি
মেঘ ভাঙ্গা বৃষ্টির মত,
উড়েছি তোমায় নিয়ে কবিত্ব দীপ্রাস্ত্র স্বরূপে।
তবুও বাড়িয়ে দিলে দূরত্ব
এই গাঢ় শীতে আমি উষ্ণতা চাই
ওষ্ঠ আমার পুড়ে যাক
তবুও...ত বু ও
নাড়ীর সীমানায় অন্তহীন 'তুমি' বিরাজ।
আশ্চর্য আমি স্তম্ভিত তোমার মন জুড়ে।
আজ যেন অজস্র না ভালোলাগার আলপনা,
বিরক্তির মহড়া।
সময় পুঙ্খনুপাঙ্খভাবে দৃশ্যায়নে প্রকটিত হচ্ছে।

  তোমাকে পাবার সাধনা যে অতি সামান্য–
তবু তোমার পরশমাখা রসনা আকাশ ফুঁটো করে পাঠিয়ে দিয়েছি মহাশূন্যে,
যারা শুধু উত্তর খোঁজে সীমিত দৃষ্টির লক্ষ্যে,
তারা জানে না পেয়েও না পাওয়ার ভূমিকম্পসম যন্ত্রণা।

রৌদ্রলীনা, তুমি ভুলে যাবে আমায়,
দাঁড়িয়ে থাকবে অজানা পৃথিবীতে  ছদ্মনামে,
তোমার মননে আমি তো ধ্বংসস্তূপ ।
তোমার নামে যে উপন্যাস আমার হৃদয়ে
থাকবে তা সকলি জনম ।

তুমি বোঝনা কেন বোঝনা রৌদ্রলীনা?
  এই জ্বালাময়ী ধোঁয়াশাময় সংসারে;
আমার 'আমি' টা বদলে বদলে
তোমার কাছে নিবেদন করি পুনরায়  নবাগত ভাবে।
তবুও তুমি বলো– তুমি এলে কেন বলতো এই অসময়ে?

রচনা–বিপ্লব দাস
তাং–১২/১/২০২৩