"প্রিয় নভেম্বর"
বিপ্লব দাস
তুমি আসার আগের কয়েকটা দিনেও ছিলাম ঘোর অন্ধকারে।
প্রতিমুহূর্ত বাজতে থাকতো নিজের ভিতর দুঃখের রিংটোন,
একাকীত্বের স্বাদে সোহাগে বাড়ছিল মন বেয়ে দীর্ঘনিশ্বাসী আক্ষেপ,
চেয়েছিলাম একটি কাছের মানুষ।
হেরে যাওয়া একলাইনের
কবিতার থেকে আমি হয়ে
গিয়েছিলাম ক্ষুদ্র থেকে অতিক্ষুদ্র,
বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্র কত দূর তাও ভুলে যাচ্ছিলাম?
এ শহরে, ভাসমান প্রিয়জনদের কাছে পেয়েছি শুধু মস্করা,অট্টহাসির শত শত পর্ব।
সত্যি খুঁজে পেল না কেউই তিলসম আমার নিঃসঙ্গতার একটি পাপড়ি,
আমিই খুঁজতাম বিকলাঙ্গ শহরের ভিড়ে এক টুকরো বন্ধন আলো।
তবু বিষাদ চা পেয়ালায় নামার আঁকুপাঁকু মন তাদের,
জানি নে কেন?
হয়তো দেখতে এসেছিল আমার দুর্বল মানচিত্রের দিনলিপি ।
এখন এসব প্রসঙ্গ বড্ড বেমানান মনে হয়,
হাসি পায়,
তুমি আসবে বলেই তো এমন ঝড়ের আভাস ছিল,
এলে সেই নভেম্বরের আধোশীতে ,
সেইজন্য আমার প্রিয় মাস হলো নভেম্বর।
এমন আনন্দের আলোড়ন কখনও দেখিনি,
নিঝুম হয়ে চেয়ে থাকি তোমার শিশিরভেজা আঁখি পলকে
যতক্ষণ আঁশ না মিটে,
যা ফিকে হবার কোনো ফর্মুলা নেই।
এখন বুঝি,খুঁজি ছুঁয়ে দেখি তোমার হৃদয়ের উপন্যাস ,
তুমি এসেই আশ্চর্যজনকভাবে বুকের দেয়ালে আমার থমকে গেলে,
সত্যিই বাতিল হলো আমার মন খারাপের পালা,
প্রেসক্রিপশন ,চারদেওয়াল
তুমি পাঠিয়ে দিলে হাওয়া এম্বুলেন্স করে
একআকাশ ভালোবাসা।
তোমার এমন সিগন্যাল পেলে এই প্রিয় মাসে
পাড়ি দেবো কোনো এক অজানা দূরপাল্লার দেশে।
রচনা–বিপ্লব দাস
তাং–১/১১/২০২৪