"প্রিয় বসন্তে"
প্রিয় বসন্তে, এসো কিন্তু
যদি না দেখা হয়
তুমি কিন্তু এসো, রং দিতে।
তুমি আমার রঙের মানুষ।
জানিনা তুমি পথ চেনো কিনা
তবু এসো....
আবিরে আবিরে ঝাঁঝরা হৃদয়ে লিখো ১০০ ডিগ্রি জ্বরের কথা।
আমিও ভালবাসার গোলাপ ছড়িয়ে দেবো তোমার রাস্তায়,
ক্ষত পৃথিবীতে আমন্ত্রণ জানাবো কোকিল বালিকাদের ,
শুধু তোমার জন্য।
তোমরা হাতে পরিয়ে দেবো আলতা দিয়ে 'ইসযুক্ত' এক অনাদিকালের অভাব।
তুমি কিন্তু এসো,
কষ্ট করেই এসো।
আমি যেদিন চলে যাব অচেনা আঁধারে,
কোকিলের কাকুলি না শুনে ,
সেদিন, সেদিন পারলেও এসো
কবির কবরে একবিন্দু ছায়া দিতে তোমার।
বসন্ত আবির দিও কবর হৃদয়ে।
প্রিয় এসো কিন্তু বসন্তে,
তোমার মাধুরী ছড়িয়ে দিতে
তুমি জানো না, কোনো কালেই জানো না,
তুমি আমার শ্বাস-প্রশ্বাসের সুরভী,
তাইতো এই প্রিয় বসন্তে শুধু তোমাকেই খুঁজি
শুধু তোমাকেই খুঁজি।
রচনা–বিপ্লব দাস
তাং –৪/০৪/২০১৯
সময় ৫টা ৪মিনিট গোধূলি লগ্নে।।