"মন খারাপ"
বিপ্লব দাস
মন খারাপ।
আমার ভীষন মন খারাপ
তুমি একবার আসো, একবার...
আর কখনও বলবো না
আমার দিকে আসো, আমার দিকে
কতটা যন্ত্রণার চাদর জড়িয়ে তোমায় বলছি
এমন কথা তুমি জানবে না।
শুধু এই কনকনে শীতের চাদর জড়ানো পঞ্জিকা জানে ।
আমি ভীষন রকম নিঃসঙ্গ হয়ে গেছি,
ভালো লাগে না কিছু গান, কবিতা, গল্প,মানুষের কোলাহল
শুধু তোমাকে চাই,তোমাকে
দু চার মিনিট তার থেকে আর কম
দু চোখের পাতা পড়ার মত,
আসবে আমার এই কম্পমান শহরে,
যেখানে তোমার জন্য রাখা আছে আমার দীর্ঘশ্বাস, হতাশ্বাস
আসবে
তুমি আসবে
বলো?