কষ্ট
বিপ্লব দাস
একটা কষ্ট দিয়ে সূর্য কিনবো।
একটা কষ্ট দিয়ে কিনবো আকাশ,
ওহো ভুলেই গেছি সঙ্গে থাকবে বাতাস ।
একটা কষ্ট দিয়ে চাঁদ,
ও রাতের আকাশের অজস্র তারা।
একটা কষ্ট দিয়ে কিনবো পুকুরের সোনালী গুঁড়ো মাছ।
কিনবো সাহিত্যিকদের সমস্ত দুঃখের বই ,
একটা কষ্ট দিয়ে পাহাড় কিনব সঙ্গে থাকবে ঝর্না।
একটা কষ্ট দিয়ে কিনবো ফুলের বাগান,
কষ্ট দিয়ে সমস্ত জিনিস কিনবো
কষ্ট আমার খুচরো পয়সার থেকেও বেশি ।
একদিন দেখাতে নিয়ে আসবো কষ্ট দিয়ে তোমার জন্য কি কি কেনা আছে।
দুহাত হাত উজাড় করে বলবো দেখো দেখো
তোমার জন্য কত কিছুই কিনেছি...
ভাষাহীন দগ্ধ সূর্যের অনাবিল
প্রেমময় রশ্মি,
যন্ত্রণা নিয়ে কুঁকড়ে থাকা
পাহাড়ের উজার করে দেওয়া গভীর রূপসৌন্দর্য,
লবণাক্ত অশ্রু, হৃদয় বেয়ে ঝরে পড়া ঝর্নার রিনিঝিনি স্বতঃস্ফূর্ত উচ্চারণ,
মরুভূমির বুকে আজীবন দীর্ঘশ্বাস,
যা গভীর উষ্ণতায় লেখেনি কেউ রবীন্দ্র ছন্দে "তুমি রবে নীরবে"।
এত কিছু কেনার পরও মনের মত একটা মানুষ কিনতে পারিনি আজও,
মানুষকে কেনা যায় না কষ্ট দিয়ে,
মানুষ যে বড়ই বেইমান।
সুখের আস্তানা পেলেই সে
যে ভুলে যায় বন্ধুত্বের রসায়ন।
রচনা–বিপ্লব দাস
তাং–২১/০৭/২০২২