"কবির জয় হোক "
বিপ্লব দাস
কবি যখন মোহগ্রস্ত ভাষন দিয়ে–
কয়েকটি কবিতার পংক্তি শোনালেন
আমি দূরবর্তী এক ক্ষণকালের পাঠক শুনেই মোহিত হয়ে গেলাম।
হাততালি কিছুতেই আটকাতে পারলাম না।
এমন নরকপুরে, হৃদয়ে ভালোবাসা পুঙ্খানুপুরূপে ফুটে উঠবে ভাবিনি।
অন্তস্থলে একটি ভাবনা বারংবার কড়া নাড়ে
যদি কবির ভালোলাগার লোলুপ জাদুতুলিটা আমায় দিয়ে দিতো
মাঝে মাঝে বেঁচে থাকা নিয়ে গভীর রাতে দ্বিধার স্রোত বইতে হতো না।
কবির পংক্তি গুলোই যেন খুচরো পয়সা
যা আজ এই দিনের রসনাটুকু
তা দিয়েই কিনে নেওয়া।
অসম্ভব রোমাঞ্চকর লাবণ্য যা, পরীক্ষা-নিরীক্ষা নিরর্থক।
এই থমথমে শহরে দুর্লভ শান্তি তেড়ে ফুঁড়ে রাঙা হয়ে উঠছে,
আকাশ বাতাস যেন ফুলের মত হাসছে।
তারপর...
তারপর কবি যখন মঞ্চ ছেড়ে ছোট্ট সাঁকো দিয়ে চলে গেল
সমস্ত দিকের আকুলি আলো তখন নিভু নিভু,
আমি তাকিয়ে রইলাম আহত পাখির মত
আমার এতটুকু মন খারাপ হয়নি
মন সুড়ঙ্গ দিয়ে যতটুকু শব্দচরণ প্রবেশ করেছিল
তা দিয়েই আলোকিত হয়ে গেছে।।
তবে কবি আমায় চিনতে পারলেন না...
আমি আঁধারবিলাসে অশ্রু নিয়ে
নির্বাক চিৎকারে বলে
উঠলাম
কবির জয় হোক
শুধু কবির জয় হোক।।
রচনা–বিপ্লব দাস
তাং–৩০/১০/২০২২