"জড় বস্তু বিষয়ক"
বিপ্লব দাস
তুমি আমায় ভুলে গিয়ে–
ভালো থেকো ।
আমি আমার মন খারাপ গুলো বেশ উপভোগ করছি।
আমি কাউকে বলবো না আমার মন খারাপের কথা।
এগুলো তো সবই তোমার দেওয়া।
তুমি বলবে আমায় এই মিথ্যে অভিনয়ে রসনায় কেন ডোবালে আমার ?
পরিপাটি জীবনটা কেন তছনছ করলে ?
থাক, পুনরায় গুছিয়ে মিথ্যে বলতে হবে না তোমায় ,
বুঝেছি জেনে শুনেই এসেছিলে আমায় কষ্ট দিতে।
তবুও তোমায় আমি বদনাম দেব না,
নামের আগে ' সু' এর কোনো মৃত্যু হবে না ।
আমার নামে এর আগে তুমিও বদনামের আয়ু বাড়িয়ে দিলে,
তার জন্য আকাশ ছোঁয়া
ধন্যবাদ ।
পেরেছ..
তুমিও পেরেছ এইভাবে তোমার সৌন্দর্য দেখাতে,
ব্যস্ততম শহরের বুকে তোমার সৌন্দর্যের কথা চিৎকার করে
বলতে ইচ্ছে করছে আমার
সেই জন্য আমি ভীষণখুশি, আপ্লুত।
এই যে বেশ কিছু গুণমান
দিনগুলিতে আমার জন্য
সুখের আয়োজন না মন খারাপের আয়োজন
করেছিলে তা অক্ষরে অক্ষরে বুঝতে পারছি ।
মন মাপক যে যন্ত্র নেই ,
কতটা দুঃখ জন্মেছে হৃদয়ে।
একটা কথা বলবে আমায় খুব জানতে ইচ্ছে করছে
আমি কেন এত ভালো বলতো?
থাক, বলতে হবেনা
আমি নিজেও জানিনা।
ধন্যবাদ তোমাকে,
সম্পর্কের ইতি টেনে জানান দিলে তুমিও ,
পৃথিবীতে তোমার মত লাখো লাখো অনুভূতিহীন মানুষ বাস করে।
রচনা–বিপ্লব দাস
তাং–১৮/০১/২০২৩
হোসেন পুর,বালুরঘাট