"জীবন  ক্যাফেতে ফুটুক তোমার কফি"
             বিপ্লব দাস

কত মানুষ আমায় চেনে,
কত মানুষ খুঁজেছে বালুচাপা পরা শহরে।
কত প্রত্যয়ী মানুষ শীতলা হাতে ছুঁয়েছে,
বা হাসির হিমবাহে ডানা মেলে উড়িয়েছে আমায়।
তা ঠিক জানা নেই আমার ..
এমন কাব্য ভাবনার নাজুকে আমি জীর্ণ নয়।
আমিও কাউকে ঐশ্বর িক আচরণে চিনেছি,
তাদের নামে রঙিন বেলুন উড়িয়েছি আকাশে,
বা কারো ব্যবহৃত কাগজ দিয়ে নৌকা গড়ে ভাসিয়েছে জলে,
এমন ভাবার্থ  ভাবান্বয় রচিত হয়নি কোনদিন মননে ।
আপনারা আমার নামটা স্বার্থপর রেখে দিতে পারেন।


শুধু জীবন  ক্যাফেতে ফুটুক তোমার কফি,
শুধু তোমার...
তোমার শৈল্পিক বাক্যালাপ পিয়াসে আমি জীবিত।
বাস্তবের দ্বীপে আমি ছিলাম মুমূর্ষু।
শুরু থেকে শেষ তোমার অধ্যায় উল্টে উল্টে আমার আত্মা বেঁচে ওঠে।

জীবনানন্দও যেমন ঘনঘোরে ঘুমিয়েছে প্রেয়সীর কোলে,
আমি অপেক্ষার শূন্যতা জ্বালিয়েছি মনে।
আমার করোটিতে ফুঁটে আছো তুমি ফুল।
তুমি আলতো আবেশে জাপটে ধরে ঘুমাতে দিও তোমার  নরম কোলে।
আমার সবটুকু স্পন্দন রশ্মি তোমার ,
শুধু তোমার...
এই পৃথিবী তুমি ছাড়া যে শূন্য অবতার।
তাই, বারংবার আমার জীবন ক্যাফেতে ফুটে উঠুক তোমার কফি।
আমি যে সর্বক্ষণ বাষ্পীয় আকারে তোমার ক্ষতে আস্বাদন হয়ে মিশে থাকি জীবন ক্ষেত্রে।


রচনা–বিপ্লব দাস
তাং–১৫/০১/২০২৩