জানতে ইচ্ছে করে!
বিপ্লব দাস
শান্ত রাতের মতোই সব শান্ত।
তবুও অশান্ত তুলিতে আঁকা
আমার দৈনন্দিন জীবন,
ডানা ভাঙ্গা পাখির মত যন্ত্রণাগ্রস্থ ভাঙন, শুধুই ভাঙন।
আগের দিনের মত আমার কয়েকটা দিন আসুক আবার জীবনে,
যেখানে বাজে নেশার অভ্যাস ছিল না,
যেখানে অশ্লীল কথা ছিল না,
যেখানে সবুজ বাহারি স্বপ্ন ছিল গুচ্ছ গুচ্ছ।
আর দুর্ঘটনা চক্রে যাদের সঙ্গে দেখা হয়েছিল আমার,
আবার দুর্ঘটনাবশত যদি দেখা পেতাম তাদের
তাহলে অজস্র দিনের মনব্যাগে তাদের জমে থাকা শুশ্রুষাগুলো আমি নিতাম সুদে মূলে।
মনের মানচিত্রে শুধু স্মৃতিগুলো মায়া উপমায় প্রসারিত হয়।
এমন কোনো অদ্ভুত মিরাক্কেল ঘটেনি জীবনে একবারও।
এই যেমন ৩৬৫ দিনের মধ্যে কিছু
কিছু দিন তাদের বড্ড মনে পড়ে
তাদেরও কি আমার কথা মনে পড়ে?
কারো নাকের নাকফুল, কারো মানিব্যাগ হারিয়ে গেলে,
যেমন তন্ন তন্ন করে খোঁজার ঢল নামে শহরের বুকে,
এমন করে কি আমায় তারা খোঁজে ?
এমন সুন্দর দুর্ঘটনার নাম নিছক মায়া.... তাছাড়া কিছু হতে পারে না।
অভিযাত্রিক ২০২৪
রচনা–বিপ্লব দাস
তাং–৯/০২/২০২৪