"হৃদয় দরিয়া"
      বিপ্লব দাস

ভাসতে দিও তোমার হৃদয় দরিয়ায়,
না হলে যে ব্যথার প্রদীপ জ্বেলে ওঠে সন্ধ্যায়।
খরচ করেছি যে চুপ করে বহু সময় ,
বিজ্ঞপ্তি ছেয়ে যাক মনের, তুমিই আমার সঞ্চয়।
কাজল কালির গোধূলি দেখেছি তোমার বিবশ আখিঁতে ,
একটি নিঃশব্দ অভিমান থাক তোমাকে দেখতে ।
দেখেছো, দেখেছো তুমি মানুষ এ জনমে শুধু ব্যাংক ব্যালেন্স জমায়,
আমি যে তোমার কথার কুঁড়ি জমায়;
পড়বো ভবিষ্যৎ নির্জনে,
তাই এই ক্ষণের ক্ষণটুকু থাকুক সীমাহীন যতনে।

রচনা–বিপ্লব দাস
তাং–১১/০২/২০২৩