"হারিয়ে খুঁজি"
বিপ্লব দাস
তাকে আর খুঁজে পাইনি,
জানি নে সে কোন বোতাম আটকা নিরুদ্দেশে চলে গেছে,
দেখি ঝলমলে শহর
শহরের মানুষগুলোর গহীন দুঃখ, হতাশার জীর্ণ পাতা,
দেখি আরো কিছু যেমন অর্থ অনটন, রেড সিগন্যালে আটকে থাকা প্রেমিক, পাখিদের নতুন বাসা, মাঠে নতুন ফলন
সবকিছু...
তাকেই শুধু আর দেখি না।
মাঝে মাঝে মননে আসে,
কর্ম ব্যস্ততায় হারিয়ে যায়
আবার ফিরে আসে ক্ষণিক জ্বরে।
এই ঘুরপাকেই সন্ধ্যা আসে, রাত্রি নামে
সেই কিছুক্ষণের টানটান বাতাস,
আমার দীর্ঘ শ্বাস
মনে হয় মুখস্ত একটি কবিতার লাইন।
তুমি এমনি এমনি করেই আসো
ক্ষণিক সময় ভাসো,
অসম্ভব তোমাকেই শোনা যায় তখন,
তারপর তুমি নামের বাউল শুনে ঘুমিয়ে যাই।
না পাওয়া তীব্রতাই শুধু বাড়ে,
বাঁচিয়ে রাখে সূর্যোদয়ের অস্তিত্ব।
হয় না শুধু আমাদের তৃতীয়বারের সাক্ষাৎ।
না পাওয়ার আকুতিটুকু পুড়িয়ে দিতে ইচ্ছে করে শীত আগুনে।
কেন মনে পড়ে?
কেন এত মন পোড়ে?
বুঝি তার অনুপম স্নেহের বৈভবে...
তাই তো খুঁজি শুধু খুঁজি..
তাকেই খুঁজি.....
সে হয়তো কথা রাখতে জানে না,
তবে ভীষন রকম ভালবাসতে জানে।
রচনা– বিপ্লব দাস
তাং–১৪/১২/২০২৪
সময়– রাত্রি ১২টা ২মিনিট