"ফেরার আগেই ফিরেছি"
তুমিফুলে মোড়ানো প্রত্যহ সুপ্রভাত আমার,
হৃদয় থেকে বিষাদ ডাহুকের ডাক নেই,
ঝাঁঝরারত ভালোবাসার জানপাখি হৃদয়ে জ্বেলে থাকে ।
চিবুকে তোমার আঁকা
লাজুকরাঙা কাঠ গোলাপ।
তোমার কথাগুলো মেঘের স্বরলিপি হয়ে ঝরে পড়ে হৃদয়ে,
এ খুশির উষ্ণ বাতাসে চুলগুলো উড়ে যাচ্ছে,
তোমার হৃদয়ে আর এক বসুন্ধরার খোঁজে,
ফেরারি হতে চাই।
এই জনমে তোমার এত নিবিড় স্বাক্ষর
সেসব গভীরতম ছায়াছবির ছাপ
লেগে থাকুক দুটি হৃৎপিন্ডে।
যেন ভালবাসার আলো ছায়ার টানে হৃদয় নতজানু হয়ে পড়ছে,
তোমার শব্দস্নান সুরভীতে অসুখ হলুদ পাখি হয়ে,
নিয়মের ঊর্ধ্বে উড়ে উড়ে যাচ্ছে।
ভাবিনি এমন মুঠো মুঠো সুখ সঞ্চয় হবে জীবনে,
প্রতিটি সুখ যেন অক্ষরবৃষ্টি, নৈবেদ্যসম।
সত্যি সত্যিই যদি আকাশের ঠিকানায় তোমার বাড়ি হত,
আমি মেঘ মুসাফির হয়ে ছেয়ে থাকতাম আকাশ জুড়ে।
সেজন্য...
ফেরার আগেই ফিরেছি তোমার হৃদয় স্টেশনে,
কারণ যাপিত জীবন জুড়ে
আমার মনে তুমি
প্রথম, প্রথম, প্রথম
দ্বিতীয় বলে কোন পৃথিবীই নেই।
রচনা–বিপ্লব দাস
তাং–১৮/১০/২২