"এমনি–এমনি"
      বিপ্লব দাস

আমার এমনি এমনি মন খারাপ হয়,
তখন হাঁ করে আকাশের দিক তাকিয়ে থাকি।
আমার এমনি এমনি অভিমান হয়,
তখন রং চটা দেওয়ালে
টাঙানো ছবিগুলো দেখি।
আমার এমনি এমনি দুচোখে অশ্রু  আসে,
তখন অন্ধকার ঘর করে
খুঁজি একটা নিখোঁজ 'তুমি' কে।
আমার এমনি এমনি রাগ হয়,
সেসব রাগ বৃষ্টি ভেজায় না কোনো মনুষ্যকে।
আমি কখনো কখনো এমনি ক্যালেন্ডার দেখি ,
কোনো বিশেষ দিন ছাড়াই,
কারণ ছাড়াই।
আমি এমনি এমনি কখনো
পাহাড়, নদী, নালা,
বাড়ি না ফেরা সৈনিকের কথা বা কবিতার যতিচিহ্ন  নিয়ে  অনর্গল কথা বলি।
আমি কখনো কখনো এমনি এমনি নীল কচুরি পানার দিকে
তাকিয়ে থাকি।
কখনো কখনো আমি
রাত জেগে এলোমেলো কবিতা ভাবতে থাকি।
কখনো কখনো এমনি বসে থাকি,
কখনো এমনি যাচ্ছি বলেই চলে যাই নিজের গন্তব্যে।

কখনো তুমিও তো এমনি এমনি আকাশ দেখো,
হাঁটতে যাও, গান শোনো,
ছবি আঁকো, ভালোবাসার উপন্যাস খোঁজো,
এমনি এমনি বসে থাকো, আড্ডা দাও,
কখনো কখনো উৎসব ছাড়াই
   সাজো , চোখে কাজল
দাও।
এমন কি এমনি এমনি পুরনো  দুঃখ,অভিমান জাগিয়ে তোলো মনে।

তবে কেন, কেন তুমি আমার এমনি এমনি কবিতা লাইন গুলো পড়ো না?
কেন কথার ভাঁজে আমার পিপাসু পাখি হও না?
এমনি এমনি করেই
জীবন আসে ,  জীবন যায়
      তবে কেন,কেন আমায় বোঝো না?
শুধু আমি কবিতার কবি না,
আমি এমনি এমনি তোমারও কেউ একজন।

রচনা–বিপ্লব দাস
তাং–৫/০৩/২০২৩