"দূষণ শহরে নিত্যস্নান"
বিপ্লব দাস
যখন শুনেছিলাম এ শহরটা তোমারও,
তখন জমাট বাঁধা মনটা তৎক্ষণাৎ
ভেবেছিল,
সমস্ত সুখের কাঠ জ্বলছে বুঝি অনর্গল এ শহরে বুকে,
কোন খানে সুখ নেই
অন্য কোথাও থাকতে সুখীরা বড়ই ইতস্তত: করছে।
তখন ভাব থেকে মহাভাবের
সমীরণে উড়ছি,
তোমার কণ্ঠস্বরে যেন নিবিড়
আকর্ষণ।
আনন্দের তাড়নায়
মানচিত্রে আলোগাছ লাগাতে ব্যস্ত,
যেন হাসি ধরে রাখা যায় না
কান্নার আলপনায় ফুটে ওঠে।
নিজেকে অসম্ভব অসহায়
ভাবাতাম তোমাকে,
তোমার উষ্ণ আলো পাবার লোভে।
সমস্ত গল্প চিত্রতেই ছিল যে আমার দুঃখ শাশ্বত।
কি অবুঝ দেখো... চেয়েছিলাম
কিছুক্ষণ থাকো আমার মায়া
ছুঁয়ে..
কিন্তু তুমি উড়াল দিলে মন থেকে।
বুঝেছি, জীবনের সমস্ত গল্প
সঁপে দিলে অন্যের কাছে,
তাহলে কবরের তলায় ঠাঁই পেতে হয়।।
তবুও আমার যে যাওয়ার
জায়গা নাই,
আমি কুঁড়ে কুঁড়ে স্নান করছি
তোমার দূষণ শহরের নিত্য।।
রচনা–বিপ্লব দাস
তাং–২০/০১/২০২৩