" দোদুল্যমান ভাগ্যচক্র"
বিপ্লব দাস
কেউ তো একজন বললো –
"সম্পর্কের জন্য সময় নাও"
এর আগে এমন আলিঙ্গন যুক্ত কথা শুনিনি,
স্বপ্ন সত্য না দারুন বিচ্ছেদের পাওনা,
ঠিক বুঝে উঠতে পারছি না,
নিজের মনকে বিন্দুমাত্র বিশ্বাস করাতে পারছি না,
কারণ, অজস্র অজস্র প্রস্থান দেখেছি জীবনে,
চক্ষুজল থেকে শুধু পেয়েছি উসকে দেওয়া কিছু কবিতা,
শুকনো স্বরে এক আকাশ অভিমান।
তবুও মনে হচ্ছে নীল হৃদয়ে আজ একগুচ্ছ সূর্যমুখী ফুল জন্ম নিলো,
বারবার ব্যর্থতার পরে,
অভিশপ্ত উচ্চারণে আজ
পাঁচ পয়সার বিশ্বাস মনে জেগে উঠলো।
জানি, এই ডিসেম্বর মাসেই কাছের মানুষ হারানোর যন্ত্রণা,
তারা কোনদিন দেখতে পাবে না নতুন পঞ্জিকা, বড়দিন, আলো ,শিশির ভেজা সকাল, আকাশ ,পাখি, ভিড় শহর, মিছিল কিংবা বয়কট,
বা মানুষ মূলতই যেগুলো কোনদিন চায়না সেগুলোও তারা পাবে না।
তবুও দেখেছো আমার দোদুল্যমান ভাগ্যচক্র,
অজস্র সহস্র বিষাদগ্রস্থ আঁধার পেরিয়ে
তোমার সঙ্গে আলাপ হলো এই ডিসেম্বর শীতে,
যখন ঘাসের ডগায় শিশির বিন্দুর জন্ম মৃত্যু হয়,
অতিথি পাখিরা আসে আমাদের শহরে,
এ সময় শহরের প্রচুর রংবেরঙের মানুষ দেখা যায়। সঙ্গে ফুল বিক্রেতাদের,
বইমেলা সঙ্গে উষ্ণ উষ্ণ মুহুর্ত
কিংবা পরিচিত গানের লাইন বেজে ওঠে মনে,
তবুও এরপরেও খুব খুব করে মনে হয়
কেউ তো একজন বলুক গলা উঁচিয়ে তোমার হৃদপিণ্ড আমায় দাও।
রচনা–বিপ্লব দাস
তাং –২৯/১২/২০২৩