চূর্ণ-বিচূর্ণ হৃদয়
বিপ্লব দাস
হৃদয়ে বিছিয়ে আছো জ্বলন্ত বনভূমি নিয়ে।
কেন এমন অভিমানভারে নিকটে আসো?
আমি ভুলে যাই চায়ে চাপাতা দিতে,
প্রত্যুষ জ্বরে ভাসতে থাকি দূর্বা ঘাসের মত।
ভুলে যাই বলা হয় না শুভ সকাল।
রাগ অভিমান ভাঙাতে ভুলে যাই নিজের ভিতর বাহির,
ব্যবধানের দীর্ঘ নিঃশ্বাস অবশেষে ছুঁয়ে ফেলে তোমার ক্ষতের অক্ষর।
তোমার নরম স্পর্শের উল্লাস শুধুই আমার,
তবে কেন নিহত আন্দোলন?
এমন করে সমস্ত শীতের আমেজ ফুরিয়ে যেতে থাকে।
তবুও মনে হয় নির্জন হৃদয় কুটির তোমার না,
এ মহাবিশ্বে নক্ষত্রের মতো একা ,
তবু তোমার জন্য ভালোবাসা নিয়ে, ছায়া কুঞ্জ নিয়ে,
উচ্চারিত করি বারংবার তোমার নাম,
এর পরেও কিভাবে কিনে নেয় আমার জন্মান্তর অন্ধকার দোকানি?
আমি রাত দিন প্যাকেট প্যাকেট সিগারেট শেষ করতে থাকি,
লাইটার হয় চিরসঙ্গী।
তৎক্ষণাৎ উপলব্ধি হয় এই ধ্বনি, এই উল্লাস, রাগ ,অভিমান ,অপেক্ষা, অস্তিত্ব ,সৌন্দর্য মানুষের জন্য না,
আমার জন্য, শুধু আমার জন্য
ভালোবাসা থেকে কখনো কখনো অভিমান বৃষ্টি নামে জীবন কিংবা মরণে।
রচনা–বিপ্লব দাস
তাং–২৬/০১/২০২৪