"বালুচর বই পাহাড়"
             বিপ্লব দাস

আমার সমস্ত আকাঙ্ক্ষা
গুলো কিনে নিয়েছে এই অসুস্থ শহর ।
অঙ্ক কাগজ বা কাগজ অঙ্ক
সঙ্গে কালি কিছুই বুঝি না,
কত আনন্দ বা সুখ জীবনে সঞ্চিত হলো জানিনা ,
বা দুঃখই কত হাজারবার আকাশ ছুঁয়েছে তাও জানিনা।
পরিমাপহীন জীবন....

তবুও মন তোমাকে দেখবার জন্য উতলা হয়েছে ,
এই শহরেই তুমি সময় খরচ করছো।
তবু একটি পাপড়ি ভেজা গোলাপ কিনে দেওয়া হলো না
গোলাপের না, হয়তো আমারই চোখ ভেজা আজীবন ।
সৌহার্দ্যপূর্ণে মরিচা হৃদয়টা দুজন দুজনার পড়া হলো না।

জানো...
আমার সৌভাগ্য বালুচর বই পাহাড়ের মত
আচমকা ধসে ধসে যায়।

তুমি শুধু বললে –"আমি তোমার শহরে যাবো"
তোমার এই শান্তিপূর্ণ কথাবিদ্ধের জন্যই
আজ কত পাখি বাসা বেধেছে,
বন্ধুত্ব হয়েছে
শহরের দুঃখের নোটবুকগুলো পুড়ে গেছে ।
তবু আমাদের দেখা হয়নি,
অথচ দেখো দুজনে একই আকাশের তলায় থাকি।।

রচনা–বিপ্লব দাস
তাং–২৮/১২/২০২২
বালুরঘাট,দক্ষিণ দিনাজপুর