"অভিমান"
        বিপ্লব দাস

এখন  সাঁঝের বেলা–
আনমনা ট্রেনের হুইসেল।
স্টেশনে না ফেরার অভিমান
হৃদয় কাঁদে আকাশ পানে চেয়ে
আমিও একা একখানে,
তুমি জ্বলছো ব্যস্তময় শহরের অভিমানে।

বলে
উঠবে তুমি চোখে জল না
বালাই ষাট...
আবার দেখা হবে সমস্ত পুষ্প ফোঁটা দিবসে।

এই দেখা যদি ফুল হয়ে না ফোটে
হেলায় ফেলায় বন্দি থাকে যদি সময় আঁচলে ,
তারপর ষাট বসন্ত যদি পেরিয়ে যায়
তখন অসুখের পরমায়ু নিয়ে আমার শয্যা
সম্প্রতি অনুভূতির কোনো বৃত্ত ই থাকবে না আমার মধ্যে।
তখনো বিভীষিকায় আচ্ছন্নে থাকবে
না বলে উঠবে সাহসিকতার  উজ্জ্বলে
বালাই ষাট...
আমার পরমায়ু যে তোমার
কিচ্ছুটি হবে না তোমার
আমার আছে যে ধ্রুব ভালোবাসার আবরণ তোমার সঙ্গে সর্বক্ষণ।

রচনা–বিপ্লব দাস
তাং–১৮/১১/২০২২
গড়িয়া,কলকাতা